ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: সিরিয়ায় যাওয়ার পথে চার রুশ যুদ্ধবিমানকে আকাশ সীমা ব্যবহার করার সময় বাধা দিযেছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি আকাশ সীমায় এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম দৈনিক নেজাভিসিমায়া। রুশ যুদ্ধবিমানগুলি রাশিয়ার হেইমিন এয়ার বেস থেকে সিরিয়ার উদ্দেশে উড়ান দেয়। চারটি বিমানের মধ্যে দু’টি ছিল বোমারু বিমান। কিন্তু বিমান চারটি তুর্কি সীমানায় প্রবেশ করলে তাদের বাধা দেয় তুর্কি বিমান বাহিনী। সংবাদমাধ্যমটির বরাত দিয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাজ্যভিত্তিক অপর সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
সম্প্রতি সিরিয়ার ইদলিব নিয়ে মস্কোতে অনুষ্ঠিত রুশ-তুর্কি বৈঠক ব্যর্থ হওয়ার পর এটিই দুই দেশের প্রথম মুখোমুখি অবস্থান। এর ফলে দুই দেশের মধ্যে কৌশলগত পার্থক্য বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিরিয়ায় যাওয়ার পথে চার রুশ যুদ্ধবিমানকে আকাশ সীমা ব্যবহার করার সময় বাধা দিযেছে তুরস্ক
আন্তর্জাতিক
0 Views