সেরাদের নিয়ে গল্প হয়, সিনেমা হয়, বই লেখা হয়। সেরাদের একসময়ের ব্যর্থতা অনেক মানুষকে অনুপ্রেরণাও জোগায়। কখনও শক্তি দেয়। কিন্তু ব্যর্থদের মনে রাখে কজন। সেরাদের নিয়ে যখন মাতামাতি তখন ক্রিকেটে কয়েকজন ব্যর্থ অধিনায়ক খোঁজে খেরোখাতায় কাটাকুটি।
ইতিহাসের সবচেয়ে বাজে অধিনায়কের তালিকায় ওপরের দিকে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড গড়া লিটল মাস্টার ভারতের নেতৃত্বে ছিলেন দুবার। দুবারই হয়েছেন ব্যর্থ। দলের ব্যর্থতার দায়ে দায়িত্বও ছাড়তে হয়। অধিনায়ক হিসেবে শচীন বাজে করলেও এই তালিকায় শীর্ষে নেই।
বাজে অধিনায়কের তালিকায় শচীনের ওপরে আছে আরেক ভারতীয় কপিল দেব। নূন্যতম ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কের জয়ের শতকরা হার বিবেচনায় দাড় করানো হচ্ছে বাজে অধিনায়কের মাঝে সবচেয়ে বাজে কে!
শচীন-কপিল কেউ নন, এই না চাওয়া তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের জন রিড। ব্ল্যাক ক্যাপসদের ৩৪ ম্যাচ নেতৃত্ব দেওয়া জন জিতেছেন মোটে তিনটিতে। শতকরা হিসেবে তা মোটে ৮.৮২। এরপরের স্থান কপিল দেবের। তার নেতৃত্বে ৩৪ টেস্ট খেলে চারটিতে জিততে পেরেছে ভারত। যা শতাংশ হিসেবে ১১.৭৬।
শচীনের গড় অবশ্য আরেকটু ভালো। তার নেতৃত্বে শতকরা ১৬টিতে জিতেছে ভারত। ২৫ টেস্টে নেতৃত্ব দিয়ে তার জয় শুধু চারটিতে। বাংলাদেশিদের মাঝে এই তালিকায় মুশফিকুর রহিম ছাড়া কেউ নেই। টেস্টে টাইগারদের ২৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন একমাত্র মুশফিক। তার অধীনে ৩৪ টেস্টের সাতটিতে জিতেছে বাংলাদেশ। জয়ের হার শতকরা ২০.৫৮। এই তালিকায় ১৯ ম্যাচে ৪ জয়ে দ্বিতীয় অবস্থানে সাকিব আল হাসান।