ছবিঃ সংগৃহীত
খালের পানিতে ভাসছে হাসিনার লাশ। তবে বিযয়টি হত্যা না আত্মহত্যা তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া খাল থেকে গৃহবধূ হাসিনা বেগমের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকালের দিকে খালে মরদেহটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পানি থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
ওসি আরো জানান, মরদেহটি উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত হয়েছে। উদ্ধার হওয়া মৃত হাসিনা বেগম ওই এলাকার উমর আলীর স্ত্রী।
বিযয়টি হত্যা নাকি আত্মহত্যা তা শনাক্তের জন্য নিহতের মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।