আগেই প্রশ্ন উঠেছিল, মুম্বাই পুলিশ বাংলাদেশি যে তরুণকে আটক করেছে, তার সঙ্গে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া হামলাকারীর মিল নেই। আটক তরুণ শরিফুল ইসলামের বাবাও বারবার বলে আসছেন, সিসিটিভি ফুটেজে যাঁকে দেখা গেছে, তাঁর সঙ্গে শরিফুলের চেহারার মিল নেই। ছবির ওই ব্যক্তি তাঁর সন্তান নন। অথচ পুলিশ শুরু থেকে শরিফুলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে আসছে। তবে সর্বশেষ ফিঙ্গারপ্রিন্ট প্রতিবেদনে নতুন প্রশ্ন সামনে এসেছে। আদৌ কি আটক শরিফুল সাইফ আলী খান-কারিনাদের বাসা গিয়েছিলেন? তিনিই কি সাইফের ওপর হামলা করেছেন?
১৬ জানুয়ারি গভীর রাতে সাইফ আলী খানের বাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তকোলাজ