চিলির আতাকামা মরুভূমির সেরো আরমাজোন পাহাড়ের চূড়ায় তৈরি করা হচ্ছে বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ ‘এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ’। এখানেই রয়েছে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির তৈরি ভেরি লার্জ টেলিস্কোপও। তবে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপের মাত্র কয়েক কিলোমিটার দূরে বড় আকারের নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদন কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান এইএস এনার্জি। এই হাইড্রোজেন উৎপাদন কমপ্লেক্সের কারণে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ টেলিস্কোপটি আলো দূষণের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে টেলিস্কোপটির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ভেরি লার্জ টেলিস্কোপের ওপরেও প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
১৯৯০ দশকে ভেরি লার্জ টেলিস্কোপ তৈরি করা হয়। তখন টেলিস্কোপটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৩৫ কোটি মার্কিন ডলার। মহাবিশ্বের অজানা রহস্য জানতে ভেরি লার্জ টেলিস্কোপে মোট চারটি শক্তিশালী টেলিস্কোপ আছে। প্রতিটি টেলিস্কোপ ২৭ ফুট চওড়া। হাইড্রোজেন উৎপাদন কমপ্লেক্সের কারণে ভেরি লার্জ টেলিস্কোপের কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনার বিষয়ে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির পরিচালক জেভিয়ার বারকনস বলেন, নতুন প্রকল্পের কারণে আকাশের উজ্জ্বলতা প্রায় ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে। তখন বিশ্বের সেরা মানমন্দির ও সাধারণ পর্যবেক্ষণ স্থানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।