রিয়ালের হয়ে ১০০তম গোলের পর হাতের ইঙ্গিতে তা বুঝিয়েও দেন ভিনিসিয়ুস। গতকাল রাতে বার্নাব্যুতেএএফপি
ব্যালন ডি’অর জয়ের চেষ্টায় স্পেনের ইবিজায় রোনালদোর বাসায় থেকে কিছুদিন অনুশীলন করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান কিংবদন্তি তাঁকে থাকতে বলেছিলেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। সমর্থন ও সম্ভাবনায় এগিয়ে থেকেও গত বছর অক্টোবরে ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জিততে না পারায় তাঁকে একটি বার্তা দিয়েছিলেন রোনালদো। তাতে অভিভাবক ও বন্ধুসুলভ সান্ত্বনাবাণীর সঙ্গে প্রত্যাশাও ছিল। এবার হয়নি তো কী হয়েছে, পরেরবার হয়তো!