নেপালকে হারিয়ে বিশ্বকাপ অভিযানে শুরুটা ভালো করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়েরা। ধারাবাহিকতা রেখে টানা দ্বিতীয় জয়ের খোঁজে সোমবার সকালে মাঠে নামছে জুনিয়র টিম টাইগ্রেস। বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে।
‘ডি’ গ্রুপের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। খেলা হবে মালয়েশিয়ার ইউকেএম ক্রিকেট ওভাল গ্রাউন্ডে। ম্যাচটি জিততে পারলে পরের পর্বে খেলা আনেকটাই নিশ্চিত হয়ে যাবে সুমাইয়া আক্তারের দলের। গ্রুপের বাকি দুদল নেপাল ও স্কটল্যান্ডের কেউই এখনও জয়ের দেখা পাননি।
মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে নিজেদের প্রথম ম্যাচে শনিবার টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে জয় তুলেছিলেন টাইগ্রেস অধিনায়ক সুমাইয়া আক্তার। সব উইকেট হারিয়ে ১৮.২ ওভারে ৫২ রান সংগ্রহ করেছিল নেপাল। জবাবে ১৩.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করেছিল বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমীন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকী খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।