শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধও স্বাধীনতা যুদ্ধে এদেশের শিল্পী সমাজের অবদান অনস্বীকার্য। তিনি বিদেশী অপসংস্কৃতি ও সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে কাজ করার জন্য সাংস্কৃতি সেবীদের পতি আহব্বান জানান। শনিবার (১১ জানুয়ারি ) সন্ধ্যা ৭ টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে গুণী শিল্পী রুমানা হক সাথির সংবর্ধনা ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়েছিল। তিনি শুধু মুক্তিযুদ্ধ ঘোষনা দেন নাই সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আবার গত ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় মুক্তিযুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল, সে আন্দোলনে অন্যতম রুপকার ছিল দেশ নায়ক তারেক রহমান। উক্ত যুদ্ধে বিএনপি ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংঘঠনের বহু নেতাকর্মী শহীদ হয়েছিল। সামসুল হক সোহেলের সভাপতিত্বে ও মোসাঃ তাবাছুম নদীর পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার যুবদল সদস্য সচিব মশিউর রহমার রনি। প্রধান আলোচক ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক সফর আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ও দৈনিক ভোরের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যপক জহিরুল ইসলাম, মেহফুজুর রহমান, সদর থানা বিএনপি যুগ্ন-সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, গোলাম কিবরিয়া, হুমায়ন কবির, মোঃ জাহাঙ্গীর রনি, মোঃ আক্তার হোসেন, শহীদুল ইসলাম শাহীন, জাকির হোসেন প্রমুখ। বিশেষ আলোচক ছিলেন সম্মিলিত নাট্যকর্মী জোটের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন নিমাই, সদর থানা জাসাদ সভাপতি জিকো খান,চড়ুইপাখি নাট্যগোষ্ঠী সভাপতি আশরাফ উদ্দিন। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা যুদ্ধে এই দেশের শিল্পী সমাজের অবদান অনস্বীকার্য: আনিসুর রহমান আনিস
নিজস্ব প্রতিবেদক
লিড
6,533 Views