ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরের দুটি সীসা বারে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি অনলাইনকে পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় রাত ১০টার দিকে শহরের কেন্দ্রস্থলে একটি ও শহরের বাইরে আরকেটি সীসা বারে এক বন্দুকধারী গুলিবর্ষণ করলে প্রথমটিতে তিনজন এবং দ্বিতীয়টিতে পাঁচজন মারা যান।
পুলিশ কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। স্থানীয় পুলিশ হেলিকপ্টার নিয়ে দুই জায়গাতেই টহল দিচ্ছে। তবে এখনও ঘটনার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
জার্মানির সীসা বারে বন্দুকধারীর হামলায় নিহত ৮। আহত ৫
আন্তর্জাতিক
0 Views