বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: চিরতরে বিদয়া নিলেন কলকাতা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পাল। মঙ্গলবার ভোররাতে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তার বয়সহয়েছিল ৬১ বছর।
তাপস পালের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন তিনি। কথা বলা ও চলা–ফেরায় সমস্যা ছিল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। গতকাল রাতে আবার অসুস্থ হয়ে পড়েন তাপস পাল। রাত ৩টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।
২২ বছর বয়সে মুক্তি পায় তাপস পালের প্রথম ছবি ‘দাদার কীর্তি’। এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেনদর্শকদের। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘পারাবত প্রিয়া’, ‘ভালোবাসা ভালোবাসা’।‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন।
বাংলার পাশাপাশি তাপস পাল অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। মাধুরী দীক্ষিতের বিপরীতে অভিনয় করেছিলেন ‘অবোধ’ ছবিতে। সূত্র : এটিএন বাংলা ও চ্যানেল আই
চিরতরে বিদয়া নিলেন কলকাতা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পাল
বিনোদন
0 Views