জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফুলবাড়িয়ায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে পাটিরা বাজারে ১০নং কালাদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন। এ সময় মামুন বলেন, আওয়ামী লীগ ও আধিপত্যবাদী আগ্রাসী শক্তি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ভয় পায়। তাদের রাষ্ট্রঘাতী কর্মকাণ্ডের কারণেই পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহি জনতার সম্মিলিত বিপ্লব সাধিত হয়েছিল। ঠিক একই কারণে এ বছর ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের পতন হয়েছে।
স্বাধীনতাপরবর্তী সময়ে আওয়ামী লীগের কায়েম করা ফ্যাসিবাদের পরিবর্তে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরে ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামোতে যুগান্তকারী সংস্কার সাধিত হয়েছিল বলে মনে করেন ফুলবাড়িয়ার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন। গুলশান ও বনানী ছাত্রদলের সাবেক এ সাধারণ সম্পাদক আরও বলেন, ১৬ বছর ধরে যাদের দ্বারা শিক্ষার্থীরা হয়রানি ও হামলার শিকার হয়েছে, তাদের দ্রুত বিচার করতে হবে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, এমন প্রমাণ হলে তাদের সনদ বাতিলেরও দাবি করছি।
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার নির্বাহী সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাদহ ইউনিয়ন বিএনপির নেতা মইনুল হোসেন সাজু, জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে পতন হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ: মামুনুর রশীদ মামুন
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
লিড
3,682 Views