যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন চলছে। ভোটের দিনের শুরুতে মিশিগানে ছিলেন রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন তিনি কাটাবেন ফ্লোরিডায়। সেখানেই তিনি ভোট দেবেন। ভোটের পর যাবেন পাম বিচে।
আর নির্বাচনের রাত ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কমলা হ্যারিসের। এর বাইরে নির্বাচনের দিন তার অন্য কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।
যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনেই ঠিক হতে চলেছে— বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিটি কে হচ্ছেন। জনমত জরিপ অনুযায়ী, দেশটির ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এবার। দেশটিতে ইতিমধ্যে আগাম ভোট দিয়েছেন ৮ কোটি ভোটার। নির্বাচনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনিই যে জয়ী হবেন; এমন কোনো নিশ্চয়তা নেই।
দেশটির ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না। ভোটের ফল নির্ধারণ হয় ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতির মাধ্যমে। এর মাধ্যমে যে প্রার্থী বেশি ভোট পেয়ে থাকেন তাকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। ইলেক্টোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবহৃত রাষ্ট্র-কেন্দ্রীয় আইনের জটিল ব্যবস্থা। ইলেক্টোরাল ভোটে টাই হলে ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেন।