আন্তর্জাতিক ডেস্ক, এইউজেডনিউজ২৪: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বাড়াবাড়িতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। জার্মানির বার্লিনে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এ ক্ষোভ প্রকাশ করেছেন চীনের স্টেট কাইন্সলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই।
তিনি বলেছেন, ‘করোনা সংক্রমণ যেমন চীনের জন্য চ্যালেঞ্জ তেমনি গোটা বিশ্বের জন্য হুমকি। তবে চীন এটি সাফল্যের সঙ্গে মোকাবেলা করছে। যা অন্য কোনো দেশ হলে সম্ভব হতো না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কয়েকটি দেশ বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখাচ্ছে।’
ওয়াং বলেন, ‘ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র যেসব অপ্রয়োজীয় প্রতিক্রিয়া দেখাচ্ছে তাতে চীনের বাণিজ্য, ভ্রমণ ও পর্যটন খাত ক্ষতির মুখে পড়ছে।’
রয়টার্সকে তিনি বলেন, ‘করোনা একটি আকস্মিক ঘটনা। কিন্তু সেটি এখন নিয়ন্ত্রণে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে সেটি মোকাবেলা করছি। যা অন্য কোনো দেশের পক্ষে সম্ভব নয়। অন্য কোনো দেশের কোনো নেতার পক্ষে এমন চ্যালেঞ্জ মোকাবেলা করা খুবই কঠিন হতো। কিন্তু চীন সেটি করতে পেরেছে।’
তবে করোনা ভাইরাস এমন এক সময় হানা দিয়েছে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ বিদ্যমান। ফলে যুক্তরাষ্ট্রের সামনে এই বিষয়টি চীনের এই দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ তৈরি হয়েছে।
প্রায় ৯০ মিনিটের সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী করোনা ভাইরাস, হংকং ইস্যু ও মধ্যপ্রাচ্য সঙ্কটসহ নানা বিষয়ে কথা বলেছেন। তবে এসবের জন্য তিনি বারবার ওয়াশিংটনের দিকে আঙ্গুল তোলেন।
ওয়াং বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র অতিপ্রচারণা চালাচ্ছে। যার ফলে চীনের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি বেশ কয়েকটি দেশ বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। তারা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়িয়ে বলছে। তবে অনেক দেশ সেটির সঠিক তথ্য তুলে ধরছে।’
তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে, অনেক দেশ বিষয়টি নিয়ে ইতিবাচক ভুমিকা রাখছে। তারা ধীরে ধীরে সতর্কতামূলক পদক্ষেপ কমিয়ে আনছে। কারণ চীনের সঙ্গে তাদের বাণিজ্যসম্পর্ক জরুরী।
তবে চীনা পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। রয়টার্সের পক্ষ থেকে স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য জানতে চাওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
করোনা নিয়ে চীন তথ্য গোপন করছে বলে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম যে প্রচারণা চালাচ্ছে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন ওয়াং। তিনি বলেন, শুরু থেকেই আমরা প্রকাশ্য ব্যবস্থা নিয়েছি। আমরা আন্তর্জাতি সম্প্রদায়কে সব রকম তথ্যও দিয়েছি। যার ফলে করোনা সংক্রমণ চীনের বাইরে ১ শতাংশও ছড়ায়নি।
উল্লেখ্য, উহানে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে এ পর্যন্ত প্রায় ৬৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১৩শ মানুষের।
ওয়াং বলেন, আমরা শুধু চীনা নাগরিকদের জীবন ও স্বাস্থ্য নিয়ে কাজ করছি না। বরং বিশ্বের মানুষের কথা মাথায় রেখে কাজ করছি। চীন ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করা দেশগুলোর প্রতি ধীরে ধীরে ভ্রমণে নিষেধাজ্ঞার প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বাড়াবাড়িতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন
আন্তর্জাতিক
0 Views