ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতের গুজরাটের একটি কলেজে এসে মাসিক (ঋতুস্রাব) চলছে কী না তা নারী শিক্ষকের সামনে অন্তর্বাস খুলে প্রমাণ দিতে হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের।পাঠদানে এসে শিক্ষকের এমন আচরণের কথা লোকলজ্জা ব্যতিরেকে ঐ কলেজের মেয়েরা অভিযোগ করেন।
ঘটনার দিন কলেজে আসার পর ৬৮ জন ছাত্রীকে ক্লাসরুম থেকে শিক্ষিকারা টয়লেটে নিয়ে যান। তারপর সেখানে নিজের অন্তর্বাস খুলে শিক্ষিকাকে প্রমাণ দেখাতে হয়েছে।
মঙ্গলবার গুজরাটের ভুই শহরের কলেজে এ ঘটনা ঘটেছে। কলেজটি পরিচালনা করে কট্টরপন্থী স্বয়ামিনারায়ণ গোষ্ঠী। কলেজের অধ্যক্ষের কাছে ছাত্রী হোস্টেলের এক কর্মী নিয়মভঙ্গের অভিযোগ জানানোর পর ছাত্রীদের এভাবে পরীক্ষা করা হয়। মাসিক চলাকালীন ছাত্রীদের ক্লাসে যাওয়া নিষিদ্ধ। হোস্টেলের ওই কর্মী এই নিয়মভঙ্গের অভিযোগ করেন।
কলেজে ছাত্রীদের অনুসরণীয় নিয়মের মধ্যে আরো যা আছে: মাসিক চলাকালীন ছাত্রীরা মন্দিরে, রান্নাঘরে প্রবেশ করতে পারবে না। এমনকি অন্যদের থেকে তারা আলাদা স্থানে বসবে। খাবার সময়েও তারা আলাদা বসবে। নিজেদের খাবারের পাত্র নিজেরা পরিষ্কার করবে। এমনকি ক্লাসরুমেও পেছনের বেঞ্চে বসবে।
ভারতের গুজরাটের একটি কলেজে এসে মাসিক (ঋতুস্রাব) চলছে কী না তা নারী শিক্ষকের সামনে অন্তর্বাস খুলে প্রমাণ দিতে হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের
আন্তর্জাতিক
0 Views