ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: চীনে সাধারণ মানুষের পাশাপাশি বহু চিকিৎসাকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। ভাইরাসে মৃতের সংখ্যা এ পর্যন্ত ১ হাজার ৩শ’ ৮১ জনে দাঁড়িয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত ১ হাজার ৭শ’ ১৬ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৭ হাজার। চীনের হুবেই প্রদেশে সম্প্রতি মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে গেলেও ভাইরাসের তীব্রতা বা মৃত্যুহারে বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এদিকে, সংস্থাটি এ ভাইরাসের কারণ সৃষ্ট রোগের নাম দিয়েছে কোভিন্ড-১৯। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শনিবার পাওয়া করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ তথ্য তুলে ধরা হলো:
চীন: দেশটির মূল ভূখণ্ডে ১ হাজার ৫২৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৪৯২ জন। যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের যেখানে প্রাণঘাতি এ ভাইরাসটির উৎপত্তি হয়েছিল। হংকং: আক্রান্ত ৫৬ জন, মৃত্যু একজন।, ম্যাকাও: আক্রান্ত ১০ জন।, জাপান: দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত দেশটিতে ২৫৯ জন আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন। আক্রান্ত ২৫৯ জনের মধ্যে ২১৮ জনেই ইয়োকোহামা বন্দরে নোঙ্গর করা প্রিন্সেস ডায়মন্ড নামের জাহাজের যাত্রী।, সিঙ্গাপুর: আক্রান্ত ৬৭, থাইল্যান্ড: ৩৩, দক্ষিণ কোরিয়া: ২৮, মালয়েশিয়া: ১৯, তাইওয়ান: ১৮ , ভিয়েতনাম: ১৬,
জার্মানি: ১৬, যুক্তরাষ্ট্র: বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশটিতে ১৫ জন নাগরিক এ রোগে আক্রান্ত হয়েছেন। চীনে থাকা তাদের এক নাগরিকের মৃত্যু হয়েছে।, অস্ট্রেলিয়া: ওশেনিয়া মহাদেশের দেশটিতে ১৪ জন আক্রান্ত হয়েছেন।, ফ্রান্স: ১১, যুক্তরাজ্য: ৯, সংযুক্ত আরব আমিরাত: ৮, কানাডা: ৮, ফিলিপাইন্স: আক্রান্ত ৩ জন, একজনের মৃত্যু, ভারত: আক্রান্ত ৩, ইতালি: ৩ , রাশিয়া: ২, স্পেন: ২, বেলজিয়াম: ১, নেপাল: ১, শ্রীলংকা: ১, সুইডেন: ১, কম্বোডিয়া: ১ , ফিনল্যান্ড: ১, মিশর: ১,
চীনে ভাইরাসে মৃতের সংখ্যা এ পর্যন্ত ১ হাজার ৩শ’ ৮১ জনে। আক্রান্তের সংখ্যা প্রায় ৬৭ হাজার
আন্তর্জাতিক
0 Views