আসন্ন শারদীয় দুর্গা পুজা শান্তিপূর্ণ ও উৎসবমূখর করতে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এর সাথে মতবিনিময় করেছেন মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।
শনিবার বিকাল ৪ টায় বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপি সব সময় ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। যারা দুষ্কৃতকারী তাদের কোন ধর্ম নেই। সব দলে খারাপ লোক ভালো লোক আছে। যারা আওয়ামী লীগের অপকর্মের সাথে জড়িত তারা ধর্মের কারনে নয়, অপকর্মের ভয়ে পালিয়েছে। এটা ধর্মীয় ইস্যু করে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা নিতে চায়। আপনারা সবাই দুষ্কৃতকারীদের ব্যাপারে সজাগ থাকবেন। এদেশ আমাদের সবার। সংবিধান আমাদের অধিকার দিয়েছে। কারো সাথে মতবিনিময় করে পুজার আগে সহায়তা চাওয়া বন্ধ করতে হবে। কারো দয়া নয়, একজন নাগরিক হিসেবে আপনার অধিকার সংবিধান আপনাদের দিয়েছে। যারা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য অপকর্ম করেনি তারা পালায়নি। আপনারা থাকবেন। উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপন করবেন। কেউ আপনাদের কিছু করতে পারবেনা। আমরা মিলে মিশে সুখে দুঃখে সারা বছর একসাথে আছি, থাকবো। আপনার উৎসবে যে কাউকে নিমন্ত্রণ দিবেন, কিন্তু কারো কাছে ছোট হয়ে নয়। এ দেশ কারো বাপের নয়। একজন নাগরিক সাংবিধানিক ভাবে তার অধিকার প্রাপ্য। প্রশাসন সে বিষয়টি নিশ্চিত করবেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অনির্বাণ চৌধুরী রাজিব এর সভাপতিত্বে সদস্য সচিব মোহন দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হক সোহাগ, মিরসরাই উপজেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুদর্শন রায়, সাধারণ সম্পাদক কল্যান রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু সুভাষ সরকার, হিঙ্গুলী ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অমলেন্দু মজুমদার সহ ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন পুজা প্যান্ডেলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ে বিএনপি’র সঙ্গে উপজেলা পুজা পরিষদের মতবিনিময়
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম
3,396 Views