স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টি২০ ও টেস্ট দলের নেতৃত্ব হারিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। তার পরিবর্তে টি২০ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাবর আজম। আগামী বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্ব সামলাবেন। অন্যদিকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব দেয়া হয়েছে আজহার আলীকে। লাহোরে শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের বিপক্ষে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তান দলের নেতৃত্বে এ পরিবর্তন আনা হলো। টি২০ সিরিজে সরফরাজ যথাক্রমে ২৪, ২৬ এবং ১৭ রান করে।
পাকিস্তান আগামী সপ্তাহে তিনটি টি২০ এবং দুটি টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়া সফরে যাবে। পিসিবি জানিয়েছে, সফরের জন্য আগামী সোমবার দল ঘোষণা করা হবে। টেস্ট ক্রিকেটের র্যাংকিংয়ে পাকিস্তান ৭ নম্বরে রয়েছে। তিন বছর আগে মিসবাহ-উল-হক অবসরে যাওয়ার পর দায়িত্ব পান সরফরাজ। এইসময়ে পাকিস্তান মাত্র ৪টি টেস্টে জয় পেয়েছে এবং পরাজিত হয়েছে ৮টিতে। এদিকে পিসিবি জানিয়েছে, আগামী জুলাইয়ে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডে অধিনায়কের নামও ঘোষণা করা হবে।