বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪ : বলিউডের অজয় দেবগণের শততম সিনেমা ‘তানহাজি’ এখন পর্যন্ত আয় করেছে ২৬৬ কোটি রুপিরও বেশি। তাই ভারতের সিনেমা জগতের জন্য দারুণ একটি বছর ছিল ২০১৯। কিন্তু ২০২০ এর শুরুটা খুব বেশি ভালো হয়নি। এবছর মুক্তি পাওয়া কোনো ছবিই ব্যবসা করতে পারেনি। তবে ব্যতিক্রম ঘটেছে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’র এর ক্ষেত্রে। ।
৯ বছর পর বড় পর্দায় জুটি বেঁধেছেন কাজল-অজয়। নেতিবাচক চরিত্রে আছেন সাইফ আলি খান।
৪০০ বছর আগে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন মারাঠা বীরযোদ্ধা তানহাজি, মূলত সেই কাহিনী নিয়েই নির্মিত হয়েছে এই ছবি। এই ছবি নিয়ে আশাবাদী ছিলে অজয় নিজেও। দর্শকরাও নিরাশ করেনি। মুক্তির এক মাস পরেও ছবিটি ভালো ব্যবসা করছে।
১০ জানুয়ারি ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছাড়াও বলিউডে মুক্তি পেয়েছে আরও দুটি ছবি। দীপিকা পাডুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ছপাক’, আরেকটি সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘দরবার’। এই দুটি ছবি ‘তানহাজি’র সাথে ব্যবসা করে টিকে থাকতে পারেনি। ডেকান ক্রনিকল। সূত্র : জুম বাংলা