ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ভারতের উড়িশ্যার গঞ্জাম জেলার গোলানথারার এলাকায় বিদ্যুতের হাইটেনশন তার চলন্ত বাসে বাসের ছাদে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪০ জন যাত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের একজনের বিয়ের আর্শীবাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তাই একটি বাস ভাড়া করে তেলুগু সম্প্রদায়ের ৫০ জন তাকালাপাদু এলাকা থেকে তিকালাদায় যাচ্ছিলেন। মেলাপাটারু এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা রাস্তার উপরে থাকা হাইটেনশনের তারে আটকে যায় বাসটির ছাদ। কয়েক হাজার ভোল্টের ওই তার থেকে মুহূর্তের মধ্যে গোটা বাসে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।
উড়িশ্যার বেহরামপুরের পুলিশ সুপার পিনাকী মিশ্র জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার কথা শোনার পরেই প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পাশাপাশি একটি পর্যালোচনা বৈঠকও করা হয়েছে। পুলিশের তরফে একটি মামলা দায়ের করার পাশাপাশি তদন্তও শুরু হয়েছে।
ওই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারপর বাসযাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে মৃত্যু হয় আরও একজনের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। স্থানীয়দের বক্তব্য, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।
ভারতের উড়িশ্যার গঞ্জাম জেলার গোলানথারার এলাকায় বিদ্যুতের হাইটেনশন তার চলন্ত বাসে বাসের ছাদে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৪০ জন যাত্রী
আন্তর্জাতিক
0 Views