সারাদেশ ডেস্ক, চট্টগ্রাম, এইউজেডনিউজ২৪: বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্রাণঘাতী করোনার ভাইরাসের অজুহাতে চট্টগ্রামে, পাইকারিতে বেড়েছে আদা, রসুন, দারচিনিসহ চীন থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের দাম। এরমধ্যে কেজিতে ৬০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ১৮৮ টাকায়। আর দারচিনির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা। এভাবে দাম বাড়ানোর জন্য কিছু আমদানিকারককে দুষছেন পাইকারি ব্যবসায়ীরা।
গত প্রায় চারমাস ধরে উর্ধগতির পর যখন ধীরে ধীরে সহনীয় হয়ে উঠছে পেঁয়াজের দাম, তখন উল্টোচিত্র রসুনের। চীন থেকে আনা এই পণ্যটির দাম গত পনেরোদিনে বেড়েছে কেজিপ্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত।
তবে, দিন দশেক আগে কিছুটা বাড়লেও এখন কমতির দিকে আদার দাম। আর মিয়ানমার, তুরস্ক, মিশর, পাকিস্তান, চীনসহ নানা দেশের পেঁয়াজে সয়লাব বাজারে ধীরে ধীরে কমে এখন বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৮৫ টাকা কেজিতে।
মসলা জাতীয় পণ্যের মধ্যে এলাচের দাম বেশকিছুদিন ধরেই আকাশচুম্বী। লাফিয়ে লাফিয়ে কেজিপ্রতি প্রায় চারহাজার টাকা দাম উঠলেও এখন কমে এসেছে তিনহাজার টাকার ঘরে। আর চীনের দারচিনির দাম কেজিপ্রতি বেড়েছে ১৫ থেকে বিশ টাকা পর্যন্ত।
দাম বাড়ার কারণ হিসেবে চীনে করোনা ভাইরাসের সংক্রমণকে দূষলেও বাস্তবতা হচ্ছে বাজারে থাকা এসব পণ্য আমদানী হয়েছে আরো আগে। আর আমদানীর পথে থাকা পণ্যের এলসিও করা হয়েছে করোনার প্রাদুর্ভাবের আগেই। যদিও এজন্য কিছু আমদানিকারকের অতিমুনাফালোভী তৎপরতাকে দুষছেন ব্যবসায়ীরা।
পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অগ্রহণযোগ্য যুক্তিতে এভাবে দাম বাড়িয়ে দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সূত্র : চ্যানেল ২৪ টিভি নিউজ
বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্রাণঘাতী করোনার ভাইরাসের অজুহাতে চট্টগ্রামের পাইকারিতে বেড়েছে আদা, রসুন, দারচিনিসহ চীন থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের দাম
সারাদেশ
0 Views