ইসরায়েলকে শায়েস্তা করতে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ‘অপরাধমূলক নীতি’ বাস্তবায়নে তেল আবিবের বিরুদ্ধে অবস্থান নেয়ার কথা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এজন্য তিনি মধ্যপ্রাচ্যের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বলেন। খবর রয়টার্স
গত শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান বিজয়ী হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তাকে অভিনন্দন জানালে তার প্রতিক্রিয়ায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না।
ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, অবৈধ ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ যাদ্ধাদের ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে।
পেজেশকিয়ান বলেন, ‘আমি আত্মবিশ্বাসী করি, পশ্চিম এশিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইসরায়েল সরকারকে ফিলিস্তিনের নিপীড়িত জনগণ ও এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে যুদ্ধংদেহী ও অপরাধমূলক নীতি অব্যাহত রাখতে দেবে না।’
ফেসবুকে ৩০ লাখ রুপিতে কিডনি বিক্রির বিজ্ঞাপন দেখে ছুটে যান যুবক, ঘটল লোমহর্ষক ঘটনা
লেবাননের শিয়া মুসলিম হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের প্রতি যোদ্ধা সুন্নি মুসলিম হামাসকে যাবতীয় সমর্থন দিয়ে যাচ্ছে ইরান এবং মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্রতিরোধ যোদ্ধা হয়ে উঠেছে এই দুই গোষ্ঠী।
এদিকে ইরানের নতুন প্রেসিডেন্টের এমন মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।