খুলনায় বেসরকারি সালাম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা উপজেলার জাবুসা গ্রামে অবস্থিত জুটমিলে আগুন লাগে। সাড়ে ৫টায় লাগা আগুন ৫ ঘণ্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীর আরও ১টি ইউনিট।
জুট মিলের মালিক এম এম এ সালাম বলেন, আগুনে প্রায় ৭৫০ টন রপ্তানি উপযোগী পাটজাত পণ্য, প্রায় ৩৫ হাজার মণ কাঁচা পাট এবং মিলের যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে তার ৫০ কোটি টাকার ইনস্যুরেন্স করা ছিল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য প্রাণপণ চেষ্টা চলছে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় নেভাতে সময় লাগছে। এছাড়া পানি সংকটের কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে।
শ্রমিকরা জানায়, মিলটিতে প্রায় ৪০০ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছে। ঈদের আগে আগুন লাগায় তাদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।