ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিতে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে ব্যাপক ভূমিকা রেখেছে সরকার। বেসরকারিভাবে অনেকেই এই খাতকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিঃশ্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কুমিল্লার নাঙ্গলকোটে দাখিল মাদ্রাসায় কম্পিউটার সামগ্রী উপহার দিয়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা।
বুধবার সকালে উপজেলার জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের অর্থায়নে মাদ্রাসা সুপার মাওলানা মোশারফ হোসেনের নিকট একটি কম্পিউটার ও একটি স্ক্যানারযুক্ত ডিজিটাল প্রিন্টার মেশিন তুলে দেন ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের সময় (নাঙ্গলকোট) প্রতিনিধি মো: শাহাদাত হোসেন, সদস্য লোকমান হোসেন কোম্পানি, বেলাল হোসেন, সহ- সুপার মাওলানা আব্দুল কাইয়ূম ফারুকী, শ্রীহাস্য উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এইচ,এম, মেরাজ, প্রাপ্তন শিক্ষার্থী ইমরান হোসেন, অহিদুর রহমান, মনিরুল ইসলাম, মো. জহির, আলমগীর হোসেন প্রমূখ।
পরে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাথীদের নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহ- সুপার মাওলানা আবদুল কাইয়ূম ফারুকী।
নাঙ্গলকোটে কম্পিউটার সামগ্রী উপহার দিলেন মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা
এডুকেশন ডেস্ক
চট্টগ্রাম
3,522 Views