হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা ভাইরাস থেকে রেহাই পেতে চীনের উহানে আটকে পড়া ৩১৪ বাংলাদেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় ফিরছেন। বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিটে বিশেষ ফ্লাইটটি উহানে পৌঁছায়। স্বাস্থ্য পরীক্ষা এবং অভিবাসন সংক্রান্ত নানা জটিলতায় ফ্লাইটটি ছাড়তে বিলম্ব হয়। আজ (শনিবার) সকালে বিমানটি বাংলাদেশিদের নিয়ে দেশের পথে রওয়ানা দিয়েছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর চীন প্রবাসীদের আশকোনার হাজী ক্যাম্পে ১৪ দিনের নিবিড় পর্যবেক্ষেণ কেন্দ্রে রাখা হবে। এরপর যারা সুস্থ তাদের নিজ বাড়ি যাওয়ার অনুমতি দেয়া হবে।
এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হযেছেন ১১ হাজার ৭৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৩ জন। সূত্র : সময় টিভি