পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে নতুন করে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপি ও আলজাজিরার।
ইসরাইলিদের দখল করা পশ্চিম তীরের উত্তরাঞ্চলের আল ফারা উদ্বাস্তু শিবিরে এই হত্যাকাণ্ড ঘটে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল ইসরাইলি হামলায় ৫ জন নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।
আলজাজিরার খবরে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী উদ্বাস্তু শিবিরে হামলা জোরদার করলে দুপক্ষের সংঘাত বেড়ে যায়। তারা গুলি ও বোমা হামলা করতে থাকে।
এর আগে বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, পশ্চিম তীরে ইসরাইলি হামলায় দুই কিশোরসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
তবে এসব বিষয়ে এএফপির জিজ্ঞাসার কোনো সাড়া দেয়নি ইসরাইলের সেনাবাহিনী।
ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় স্বাস্থ্যসেবা কেন্দ্র, মানবিক সহায়তা কার্যক্রমে বোমা হামলা অব্যাহত রেখেছে বলে আলজাজিরার খবরে বলা হয়েছে।
দুই মাস ধরে চলমান ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে এ পর্যন্ত ১৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।