শুরুটা ২০০৯ সাল থেকে। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে যাওয়া। রিপোর্টিং, নিউজ, প্রোগ্রাম উপস্থাপনা ও সঙ্গে রিয়েল স্টেট ব্যবসা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা সেই মেয়েটি মিডিয়া জগতে পার করছে দীর্ঘ ১৫ বছর। তার এই সুদীর্ঘ কাজের স্বীকৃতি হিসেবে নতুন করে আরও একটি অর্জন যুক্ত হলো ঝুলিতে। বলছিলাম রেজওয়ানা এলভিসের কথা।
বাংলাদেশের মিডিয়া জগতে পরিচিত এক নাম রেজওয়ানা এলভিস। যুক্তরাষ্ট্রে তিনি জিতে নিলেন ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩, আয়োজনে শো টাইম মিউজিক। যুক্তরাষ্ট্রে বসবাসরত ২০ জনের বেশি শিল্পী, সাংবাদিক, মিউজিশিয়ান, ব্যবসায়ী, অ্যাক্টিভিস্ট, চিকিৎসক ও আইনজীবীসহ বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিকে এই সম্মাননা দেয়া হয়েছে। নিউইয়র্কের কুইন্স প্যালেসে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেজওয়ানা একুশে টেলিভিশনে দীর্ঘ পাঁচ বছর কাজ করার পর বাংলা ভিশনে ২০১৩ সাল থেকে সিনিয়র ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কর্মরত। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাওয়া এই অ্যাওয়ার্ড সম্পর্কে তিনি বলেন, কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করে যাওয়ার ফল এটি।
তিনি এর আগে বাংলাদেশসহ ইতালি-আমেরিকাতেও অ্যাওয়ার্ড গ্রহণ করেন। চলতি বছরে বিনোদন মাল্টিমিডিয়া সার্ভিসেস ইউএসএ থেকে সমাজে তার অবদানের জন্য অ্যাওয়ার্ড গ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশেও কয়েকটি অ্যাওয়ার্ড নিজের ঘরে তোলেন। ২০২২ সালে ইতালিতে সম্মানিত হন রেজওয়ানা।
শো টাইম মিউজিকের এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, শো টাইমের কর্ণধার আলমগীর খান আলম, অ্যাটর্নি মইন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে প্রবাসে বসবাসরত প্রবাসীদের এবং বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। এ সময় নায়িকা মৌসুমিকেও স্বারক প্রদান করে সম্মানিত করা হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে ছিল চ্যানেল আই সেরা কণ্ঠ কৃষ্ণা তিথী, ক্লোজআপ ওয়ান তারকা শশী এবং বিন্দু কনার পরিবেশনা।