ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে চাঁদপুরে আধাপাকা রোপা আমন ধান, সরিষা ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষিত হয়েছে। সেচ প্রকল্পসহ আশপাশের এলাকার বহু জমি এখন পানির নিচে। কৃষকরা ক্ষতিগ্রস্ত ধান তুলে রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবাসহ আশপাশের ইউনিয়নের অধিকাংশ জমির ধান এখন পানিতে তলিয়ে আছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ঘূর্ণিঝড়টি উপজেলায় আঘাত হানলে এ ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের কয়েক ঘণ্টার তাণ্ডবে ধানক্ষেত ও রবিশস্য মাটির সঙ্গে মিশে গেছে। সারা দিনে ভারি বৃষ্টিপাতে ফসল ডুবে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষকরা। তবে, ঝড়ে কোনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার রাত থেকেই জেলায় হালকা বৃষ্টিপাত হলেও শুক্রবার সকাল থেকে শুরু হয় ভারি বৃষ্টি। এতে কৃষিজমি পানিতে নিমজ্জিত হয়। ফলে কৃষকের পাকা ধান, সরিষা, খেসারি, মসুর ডাল ও শীতকালীন সবজি ডুবে বিনষ্ট হয়েছে।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহমেদ জানান, জেলায় আধাপাকা আমন ধান ১৯০, সরিষা ১৪০, শীতকালীন সবজি ২৭০ হেক্টর জমির ফসল ক্ষতি প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে।