ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ১৩০টি টানেল বা সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এ দাবি করেছে। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে আইডিএফ বলেছে, যুদ্ধ প্রকৌশলীরা গাজায় লড়ছে এবং তারা শত্রুদের অস্ত্র খুঁজে বের করে সেগুলো সামনে আনছে এবং তাদের টানেলগুলো উড়িয়ে দিচ্ছে।
আরেক পোস্টে বলা হয়েছে, গাজার উত্তর-পূর্ব কোণে বেইত হানুন এলাকায় একটি স্কুলের কাছে একটি সুড়ঙ্গ ধ্বংস করেছে সেনারা।
এদিকে হামাসের দাবি, অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের ১৩৬টি সামরিক বাহন ধ্বংস করেছে তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।
হামাসের সামরিক উইং আল কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘আমরা ইসারয়েলের ১৩৬টি সামরিক বাহন ধ্বংস করেছি। তারাই বিমান হামলা বাড়িয়ে ও হত্যাযজ্ঞ চালিয়ে বিদেশি জিম্মিদের মুক্তি বিলম্বিত করছে।
জিম্মি বিনিময় নিয়ে তিনি বলেন, ‘আমাদের কাছে বিদেশি নাগরিক, নারী আছে। তাদের কাছেও এমন বন্দী আছে। আমরা বন্দী বিনিময় করতে চাই।’