বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে ম্যাডামের (খালেদা জিয়া) লিভারে টিপস’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর তিনি সিসিইউতে মোটামুটি ভালো আছেন। শুক্রবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই জানেন বিদেশ থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। তারা গতকাল সন্ধ্যায় যে কাজের জন্য এসেছিলেন সেই প্রসিডিউর অত্যন্ত সফলভাবে করতে পেরেছেন। খালেদা জিয়া এখনো সিসিইউতে আছেন এবং ডাক্তাররা তার সঙ্গে কথা বলছেন বলে জানান মির্জা ফখরুল।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার যকৃতে ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস) প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালির মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকেরা।
বুধবার রাতে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজি বিভাগের অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন।