২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর’। ২২ বছর পরে গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘গদর ২’। বক্স অফিস ব্যবসার নিরিখে চলতি বছরে বলিউডের সব থেকে সফল ছবির তালিকায় ‘পাঠান’- এর পরেই রয়েছে এই ছবি। মাত্র ২৪ দিনে ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সেই দিক থেকে দেখলে, হিন্দি ছবির ইতিহাসে দ্রুততম ৫০০ কোটি পার করল এই ছবি। সিনেমা বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই এই ছবি ৬৫০ কোটি ছাড়াবে। এ দিকে ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ‘জওয়ান’। দেশে-বিদেশে অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে এই ছবির। প্রথম দিনে অধিকাংশ শো হাউসফুল। শাহরুখ খানের পরবর্তী এই ছবির প্রশংসায় পঞ্চমুখ ‘গদর ২’ ছবির পরিচালক। শাহরুখের ন্যাড়া মাথার লুকটি তাঁর যে বেশ পছন্দ হয়েছে, সে কথাও জানান তিনি। ইচ্ছা, কাজ করবেন শাহরুখের সঙ্গে। তবে বিষয়টি কার্যকর হবে কি না, তা নিয়ে বেশ সন্দিহান পরিচালক।
একটা সময় ছিল, যখন শাহরুখ ফারহা খান, কর্ণ জোহর কিংবা আদিত্য চোপড়ার মতো পরিচালকদের সঙ্গেই কাজ করতে পছন্দ করতেন। তবে সময় বদলেছে। তার সঙ্গেই ঘরানা বদলেছেন শাহরুখ। রোম্যান্সের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন পুরোদমে অ্যাকশন হিরো। যার ফলে নতুন প্রজন্মের পরিচালকদের সঙ্গে কাজ করছেন।যেমন ‘রইস’ ছবিতে রাহুল ঢোলাকিয়ার সঙ্গে কাজ করেছেন। ‘পাঠান’-এর পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। এ বার ‘জওয়ান’-এ অ্যাটলি কুমার। ‘গদর ২’ ছবির পরিচালকেরও ইচ্ছা কাজ করবেন কিং খান এর সঙ্গে। তবে হয়ে ওঠেনি। তার কথায়, ‘‘উনি এত বড় তারকা যে, ওঁর সঙ্গে কাজ করাটা একটা চ্যালেঞ্জ এবং সঠিক সোর্স পাওয়াটা কঠিন। তবে সুযোগ পেলে নিশ্চয়ই কাজ করব।’’