[ad_1]
টিআরপি-র লড়াই জমে উঠেছে। টিআরার দৌড়ে গত কয়েক মাস ধরেই জোর টেক্কা জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ ও সূর্য-দীপার। শুরু থেকেই এই রেসে সামিল ফুলকিও। গত কয়েক সপ্তাহ ধরেই প্রথমস্থান পেতে হাড্ডাহাড্ডি লড়াই এই তিন মেগা সিরিয়ালের। গত সপ্তাহেই টপার পজিশন থেকে জগদ্ধাত্রীকে সরিয়ে হারানো সিংহাসন ফিরে পেয়েছিল অনুরাগের ছোঁয়া। এই সপ্তাহে সকলকে পিছনে ফেলে বেঙ্গল টপার হল ‘জগদ্ধাত্রী’। প্রাপ্ত নম্বর ৮.১। চলতি সপ্তাহেই এক বছর পূর্ণ করল জগদ্ধাত্রী। দীর্ঘ সময় পরেও এই মেগা সিরিয়াল থেকে মুখ ফেরায়নি দর্শক, বরং জনপ্রিয়তা অটুট জ্যাস স্যানালের।
চলতিবার ০.১-এর ব্যবাধানে দ্বিতীয় স্থানে অনুরাগের ছোঁয়া। পুরোনোদের কড়া টক্কর দিচ্ছে ফুলকি। জি বাংলার এই মেগা ৭.৯ নম্বর নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। টপার পজিশনে থাকা ‘জগদ্ধাত্রী’র সঙ্গে মাত্র ০.২ নম্বরের ব্যাবধান এই সিরিয়ালের। রাঙা বউ নিজের জায়গা ধরে রেখেছে, তবে গত সপ্তাহে সেরা পাঁচ থেকে জায়গা হারানো ‘নিম ফুলের মধু’ এই সপ্তাহে ফের পঞ্চম স্থানে উঠে এসেছে।
এক নজরে সেরা দশের তালিকা-
প্রথম- জগদ্ধাত্রী (৮.১)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৮.০)
তৃতীয়- ফুলকি (৭.৯)
চতুর্থ- রাঙা বউ (৭.৫)
পঞ্চম- নিম ফুলের মধু (৭.৪)
ষষ্ঠ- সন্ধ্যাতারা (৭.৩)
সপ্তম- বাংলা মিডিয়াম (৬.৭)
অষ্টম- হরগৌরী পাইস হোটেল (৬.৬)
নবম-কার কাছে কই মনের কথা (৬.৫)
দশম- তুঁতে (৫.৯)
সেরা দশের তালিকাতে এ সপ্তাহে খুব বেশি চমক নেই। ফুলকি-র বিপরীতে থেকেও ৭.৩ রেটিং নিয়ে ষষ্ঠস্থানে রয়েছে সন্ধ্যাতারা। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘কার কাছে কই মনের কথা’ এবারও স্লট লিডার। তবে চিন্তা বাড়াচ্ছে রাত ৯টার স্লট। দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলই এই স্লটে তেমন চমক দেখাতে ব্যর্থ। এক্কা দোক্কা (৪.৭) , খেলনা বাড়ি (৫.৭) সেরা দশে জায়গা দখল করতে পারেনি। শেষ সপ্তাহে পঞ্চমীর প্রাপ্ত নম্বর ৫.০।
চলতি সপ্তাহ থেকে স্টার জলসায় শুরু হয়েছে ‘বিয়ে লাভ আজকাল’। সোশ্যালে চর্চায় এই মেগা, তার প্রতিফলন টিআরপি তালিকাতেও পড়বে, আশা তেমনটাই। সুতরাং আগামি সপ্তাহে ‘রাঙা বউ’-এর কপাল পুড়তে পারে। অন্যদিকে আগামী শুক্রবার থেকে স্লট বদল হচ্ছে রামপ্রসাদ-এর। সন্ধ্যা ৬টায় আসছে ‘তোমাদের রাণী’, আর ৫.৩০টায় দেখা যাবে সব্যসাচী-সুস্মিলি অভিনীত পিরিয়ড ড্রামা। অর্থাৎ শেষ হচ্ছে গুড্ডি। অনেকে ভেবেছিল ‘তোমাদের রাণী’র আগমনে জায়গা হারাবে বাংলা মিডিয়াম। শুরু পর থেকে একবারও ‘নিম ফুলের মধু’কে হারাতে পারেনি নীল-তিয়াসা জুটি। আগামী দিনে চ্যানেল কী সিদ্ধান্ত নেই এই মেগাকে নিয়ে তা দেখবার।
[ad_2]