[ad_1]
মুম্বই অমিতাভ বচ্চনের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জলসা’য় বিগ বি এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করে মমতা বললেন ‘ওঁরাই ভারতের ১ নম্বর পরিবার’। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ওঁকে (অমিতাভ বচ্চন) ভারতরত্ন বলি। এটা যদি আমার হাতে থাকত, তাহলে আমি ওঁকে অনেক আগেই দিয়ে দিতাম। কিন্তু আমি ওঁকে জনগণের পক্ষ থেকে ভারতরত্ন উপাধি দিচ্ছি।’
বুধবার অমিতাভ বচ্চনের হাতে রাখিও পরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এর আগেও বহুবার মুম্বইয়ে এসেছি। তবে এই প্রথম অমিতাভ বচ্চনের বাড়িতে যাওয়ার সুযোগ হল। অমিতাভজি, জয়াজি, অভিষেক জি, ঐশ্বর্য রাই, শ্বেতা, আরাধ্যা সকলের সঙ্গে কথা হয়েছে দেখা হয়েছে। ওঁদের সঙ্গে পুরনো দিনের কথাও হয়েছে। অমিতাভ জি কলকাতা থেকেই জীবনের শুরু করেছিলেন। ওঁর পরিবারেরও অনেক অবদান রয়েছে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে উঠে আসে জয়া বচ্চনের জনপ্রিয় বাংলা ছবি ‘ধন্যি মেয়ে’ ছবির কথাও।
আরও পড়ুন-দীর্ঘ ১৬ বছর শাহরুখের সঙ্গে কথা বন্ধ রেখেছিলেন সানি, কিন্তু কেন?
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘অমিতাভ বচ্চনের পরিবারকে কলকাতা দুর্গাপুজো দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছি। অমিতাভ বচ্চনজি না এলে তো আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবই হবে না। শাহরুখ, সলমনও আসবেন, অনিল কাপুরও হ্যাঁ বলেছেন। মহেশ ভাটজিও আসেন। আমি অমিতাভজিকে রাখি পরিয়েছি। ওঁর সঙ্গে মহারাষ্ট্রাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকেও রাখি পুর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুধু ভাইদের ন, বোনদেরও রাখি বাঁধি। এটাই আমাদের পরম্পরা, কারণ নারী-পুরুষ আলাদা নয়।’
এদিন অমিতাভ, জয়া, ঐশ্বর্য, শ্বেতা, অভিষেক, আরাধ্যা, নব্যা নভেলি নন্দা সকলের সঙ্গেই জলসার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদি জয়াকে গাড়ি থেকে নেমে জড়িয়ে ধরতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
প্রসঙ্গত, বিরোধীদের লক্ষ্য এবার ‘জোট ইন্ডিয়ার মিশন ২৪’, বৃহস্পতি, শুক্রবার রয়েছে বিরোধিদের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতেই মুম্বইয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[ad_2]