[ad_1]
২২ বছরের দাম্পত্যে ইতি টেনে নতুন সংসার পেতেছেন আশিস বিদ্যার্থী। গত মে মাসেই অসমের কন্যা রূপালি বড়ুয়ার গলায় মালা দেন ৫৭ বছরের অভিনেতা। কলকাতাতেই বসেছিল আশিস-রূপালির বিয়ের অনুষ্ঠান। অভিনেত্রী-গায়িকা রাজোশি (পিলু) বড়ুয়ার সঙ্গে আশিসের ডিভোর্সের কথা টের পায়নি কেউ, তাই আচমকা জামাইষষ্ঠীর দিন তাঁর বিয়ের কথা জেনে অবাক হয়েছিল গোটা দেশ। ধীরে ধীরে তাঁদের সম্পর্কের সমীকরণ স্পষ্ট হয়।
‘বুড়ো বয়সে’ ফের সংসার পাতায় কটাক্ষের শিকার হয়েছেন আশিস, তবে নিন্দকদের পাত্তা দিতে না-রাজ অভিনেতা। ওনামের আনন্দে মাতোয়ারা তিনি। নতুন বউকে নিয়ে কেরলে অবস্থিত গ্রামের বাড়িতে হাজির আশিস বিদ্যার্থী। বিয়ের পর প্রথম ওনাম, একদম সাবেকি সাজেই পাওয়া গেল দম্পতিকে। গোলাপি সুতোর কাজ করা অফ হোয়াইট শাড়িতে আশিসের সুন্দরী বউ। রূপালির পাশে দক্ষিণ ভারতীয় স্টাইলে পরা ধুতি-কুর্তায় ঝলমলে ৫৭-র যুবক আশিস। পালায়াডের বাড়ি সেজে উঠেছে ওনামের সাজে। ফুলের আল্পনা আঁকা ঘরের মধ্যিখানে। তার সামনে বসেই অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়মের পর্ব সারলেন দুজনে। অভিনেতা জানান, রাজা মহাবালিকে স্বাগত জানাতে প্রস্তুত তাঁরা। কিংবদন্তি অনুসারে রাজা মহাবালির আত্মা ওনামের দিন তার প্রজাদের দেখতে কেরালা সফরে বার হয়। মহাসমারোহে গোটা রাজ্যে পালিত হয় এই উৎসব।
শুধু আশিস বিদ্যার্থী নয়, বলিউডে মালায়ালি তারকা মালাইকা আরোরা সপরিবারে ওনামের আনন্দ ভাগ করে নেন। মালবিকা মোহন,রসিকা দুগ্গলরাও প্রথা মেনে পালন করেন ওনাম।
প্রসঙ্গত, শকুন্তলা বড়ুয়ার মেয়ে পিলু বড়ুয়ার সঙ্গে দু-দশকের সংসার ছিল আশিসের। আশিস ও রাজোশির এক পুত্র সন্তান রয়েছে, অর্থ। মার্কিন যুক্তরাষ্ট্রে ইলন মাস্কের সংস্থা টেসলায় কর্মরত সে। কিন্তু দু-জনের চাহিদা পালটে যাওয়ায় ডিভোর্সের সিদ্ধান্ত নেন আশিস-পিলু (রাজোশি)। স্বেচ্ছায় এই দাম্পত্য থেকে বেরিয়ে গিয়েছেন রাজোশি। নিজের মতো করে জীবন সাজাতে আগ্রহী তিনি।
দ্বিতীয় বিয়ের পর কটাক্ষে বিদ্ধ আশিস আত্মপক্ষ রেখে মাসখানেক আগে এক জানান, ‘দেখলাম সেখানে আমাকে বুড়ো-খিটখিটে আরও না-জানি কত অবমাননাকর শব্দে বিদ্ধ করা হয়েছে। তবে মজার ব্যাপার হল একটা জিনিস আমরা ভাবি না, যখন আমাদের চেয়ে বয়সে বড় কোনও ব্যক্তিকে আমরা বুড়ো-খিটখিটে এইসব বলি, তখন ভেবে দেখি না আমরা সবাই সময়ের সঙ্গে সঙ্গে একদিন সেই বয়সে পৌঁছাব। তাহলে লোকজন কী বলতে চাইছে, বুড়ো হয়ে গেলে আমার খুশি থাকার অধিকার নেই? তাহলে বয়স্কদের কি উচিত অখুশি হয়ে মরা? যদি কারুর সঙ্গীর প্রয়োজনবোধ হয়, তাহলে কেন সে নিজের ইচ্ছামতো সঙ্গী খুঁজে নিতে পারে না?’
অভিনেতা আরও বলেছেন, নিজে রোজগার করে নিজের খরচ মেটান তিনি। তাই নিজের ইচ্ছায় জীবন কাটানোর অধিকার অন্যের থেকে নেওয়ার দরকার নেই। তিনি বলেন, ‘এমন সমালোচনা আমি আশা করিনি। সত্যিই বিস্মিত আমি।’
[ad_2]