নতুন দুই মুখ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। চোটে থাকা সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রাম, টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়।
বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। সিলেটে সাত দিনব্যাপী অনুশীলন শেষে তারা ওয়ানডে সিরিজ খেলতে যাবেন চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে ম্যাচগুলো। এই সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ৩ ও ৫ মার্চ মাঠে গড়াবে ম্যাচ দুটি।
ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে বিকাল ৩টা থেকে।
২০১৯ সালের পর এটাই আফগানিস্তানের প্রথম বাংলাদেশ সফর। সেবার জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল তারা। পরে একমাত্র টেস্টে তারা হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে।