লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজিত জনসভায় খন্ড-খন্ড বিক্ষোভ মিছিল আসতে শুরু করছে। যার ফলে শহরজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্যরা মোতায়ন রয়েছে।
শুক্রবার (২৬ মে) বিকেল ৩টার পর থেকে জনসভাস্থলে বিএনপি, যুবদল,ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আসতে দেখা যায়।
জেলা বিএনপির সূত্রে জানা গেছে, বিকেল লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে বর্তমান সরকারের পদত্যাগসহ বিএনপির ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্য গোডাউন রোডস্থ বশির ভিলা প্রাঙ্গণে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এ জনসমাবেশে প্রায় ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান জানান, এ জনসমাবেশে আমাদের হাজার-হাজার নেতাকর্মী উপস্থিত থাকবে। পুলিশ ইতিমধ্যে শহরের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি করে ভয়ভীতি প্রদর্শন করছে। যেনো আমাদের নেতাকর্মীরা জনসমাবেশে না আসে। আমরা আশাকরি এ জনসমাবেশ জনস্রোতে পরিনত হবে।