মূল্যস্ফীতির চাপে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। তাই জিনিসপত্রের দাম কমাতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১১ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের ‘বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রয়োজনে ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার।
ব্যবসায়ীদের চ্যালেঞ্জ নেয়ারও নির্দেশ দেন তিনি। সরকারপ্রধান বলেন, দেশে ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।