স্পোর্টস ডেস্ক, এইউজেডনিউজ২৪: ঢাকা প্লাটুনের বিপক্ষে জয় দিয়ে চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ করল রংপুর রেঞ্জার্স।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ১১ রানে হারিয়েছে রংপুর। এটা তাদের ৫ম জয়। অন্যদিকে আগেই প্লেঅফ নিশ্চিত করা ঢাকার এটি চতুর্থ পরাজয়।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে রেঞ্জার্সের করা ১৪৯ রানের জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান করে ঢাকা।
ব্যক্তিগত ৫ রানেই সাজঘরে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন তামিম ইকবাল ও মেহেদী হাসান। কিন্তু ২৪ বলে ২০ রান করা মেহেদীর আউটের পর দ্রুতই সাজঘরে ফেরেন মমিনুল হক (১৮) এবং থিসারা পেরেরা (৮)।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তামিম (৩৪)। এছাড়া শাদাব খান (১৬) এবং মাশরাফি (১২) দুই অংকের ঘর স্পর্শ করেন।
জুনাইদ খান, তাসকিন আহমেদ ও আরাফাত সানি ২টি করে এবং মুস্তাফিজ ও লুইস গ্রেগরি ১টি করে উইকেট পান।
এর আগে টস জিতে প্রথমে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। তাদের ওপেনিং জুটিতে আসে ১১ রান। অধিনায়ক শেন ওয়াটসন ১০ রান করে মাশরাফির বলে আউট হন।
ক্যামেরুন ডেলপোর্ট নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তিনি মাত্র ৬ রান করে আউট হন। মোহাম্মাদ নাঈম ২১ বলে ১৭ রান করে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন।
চতুর্থ উইকেট জুটিতে গ্রেগরি এবং আল আমিন ৪৯ রান যোগ করেন। যা চ্যালেঞ্জিং স্কোর গড়তে রংপুরকে সহায়তা করে।
গ্রেগরি ৩২ বলে ২টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৪৬ এবং আল আমিন ২৪ বলে ১টি ছক্কা ও ৪টি চারে ৩৫ রান করেন। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম ২৪ বলে ২৮ রানের ইনিংস উপহার দেন।
রংপুর শেষ ওভারে ৪ উইকেট হারায়। যার মধ্যে থিসারা পেরেরা ২টি এবং দুজন ব্যাটসম্যান রান আউটের শিকার হন।
পেরেরা ৩ ওভারে ২৩ রান খরচায় ৩টি এবং শাদাব খান ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।
শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে প্লাটুন। সূত্র : ইউএনবি