ইন্টারন্যাশনাল ডেস্ক,এইউজেডনিউজ২৪: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি গাড়ি বোমা বিস্ফোরণে চারজন তুর্কি সেনা নিহত হয়েছেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার রাস্তার পাশে নিরাপত্তা তল্লাশির সময় এই বিস্ফেরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য কারা দায়ী কিংবা কিভাবে ঘটেছে সেটা গণমাধ্যমকে জানাতে অস্বীকার করেছে তুরস্কের সেনাবাহিনী।
গত বছরের অক্টোবরে কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তুরস্ক। এছাড়া ২০১৬ সালে আইএস ও ২০১৮ সালে ওয়াইপিজির বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছিল আংকারা। তুরস্ক ওয়াইপিজিকে কুর্দিস্থান ওয়ার্কর্সি পার্টির (পিকেকে) শাখা ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়। যদিও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র ছিল তারা।