স্পোর্টস ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ডাক দিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সংঘাত ভুলে শান্তির বার্তা ফিফা সভাপতির কণ্ঠে। এদিকে আসর বর্জনের মিছিলে যোগ দিয়েছেন ইরানের কিংবদন্তী ফুটবলার আলী দায়ি। আর ওমান লিজেন্ড আলি আল হাবসির চোখে এবারের আসরে ফেবারিট আর্জেন্টিনা।
বিশ্বকে যদি এক সুতোয় বাঁধে ফুটবল তবে ফিফা বিশ্বকাপ দেয় শান্তির বার্তা। ধর্ম-বর্ণ নির্বিশেষে উদযাপন আর উপভোগের আহবান ফিফা প্রেসিডেন্টের।
ইন্দোনেশিয়ায় একত্রিত হয়েছেন জি-টোয়েন্টির শীর্ষ নেতারা। সেখানেই অন্তত এক মাসের জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতির অনুরোধ জিয়ান্নি ইনফান্তিনোর।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফুটবল বিশ্বকে একত্রিত করে। প্রায় পাঁচ বিলিয়ন মানুষ বিশ্বকাপ দেখবেন। সবার কাছে অনুরোধ জানাচ্ছি ১ মাসের জন্য হলেও যুদ্ধ থেকে বিরত থাকুন। রাশিয়া গত আসরের আয়োজক ছিল আর ইউক্রেন ২০৩০ সালের আয়োজক হতে চায়। আমি মনে করি যুদ্ধবিরতি ইতিবাচক আবহ আনতে পারে।
কাতারের শুধু খেলা মাঠে গড়ানো বাকি। তাতেও কমছে না সমালোচনা কিংবা বয়কটের ডাক। এবার তাতে যুক্ত হলেন ইরানের ফুটবল কিংবদন্তী আলী দায়ি। ফিরিয়ে দিয়েছেন ফিফার আমন্ত্রণ। তবে কাতারের সমালোচনা ইস্যুতে নয়। ইরানের সরকার বিরোধী আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন তাদের সঙ্গে একাত্মতা গোলে রেকর্ড গড়া এ সাবেক স্ট্রাইকারের।
আলোচনা-সমালোচনার সঙ্গেই যেন নীরব যুদ্ধ কাতারের। প্রস্তুতিতেও কমতি রাখছে না আয়োজকরা। বিশ্বকাপের স্বাস্থ্যসেবায় এবার যুক্ত হলো দেশটির ১৫টি বেসরকারি হাসপাতাল। মিলবে ২৪ ঘণ্টা জরুরি সেবাও।
ইএ স্পোর্টসের পর এবার আর্জেন্টিনাকে নিয়ে ভবিষ্যদ্বানী করলেন ওমান ফুটবল লিজেন্ড আলি আল হাবসি। সাবেক এই গোলরক্ষকের মতে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি অ্যান্ড কোং।