স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহামকে ২–১ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এ জয়ে পয়েন্ট তালিকার আটে উঠে এসেছে অলরেডরা। হেরেও টটেনহাম রয়ে গেছে চারেই।
লিভারপুলের মতো মোহাম্মদ সালাহর পারফরম্যান্স গ্রাফটাও মৌসুমের শুরু থেকে ওঠা–নামা করছে। মিসরীয় ফরোয়ার্ড এই ভালো করছেন, তো এই ছন্দ হারিয়ে ফেলছেন। শীর্ষ সাত গোলদাতার তালিকায় তাঁর নাম না থাকা সেটারই প্রমাণ।
ঠিক স্ফূলিঙ্গের মতো জ্বলে ওঠা বলতে যা বোঝায়, লিগে তা হচ্ছিল না এত দিন। তৃষ্ণা মেটাতে এবার বড় ম্যাচকেই বেছে নিয়েছেন সালাহ। নিজেদের মাঠ অ্যানফিল্ডে রোববার তাঁর জোড়া গোলে
সালাহ গোল দুটি করেছেন প্রথমার্ধে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ম্যাচে গোল পেয়েছেন। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান কমিয়েছেন হ্যারি কেইন। দুই অর্ধের স্কোরলাইনের মতোই বিরতির আগে ও পরে দাপট দেখিয়েছে দুই দল। শেষ দিকে টটেনহাম ফরোয়ার্ডরা বেশ কিছু সুযোগ নষ্ট না করলে ও লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার দেয়াল হয়ে না দাঁড়ালে পয়েন্ট ভাগাভাগি করে ফিরতে পারত টটেনহাম।
পুরো উল্টো অভিজ্ঞতা নিয়ে এ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। লিগে আগের দুই ম্যাচেই হেরেছে লিভারপুল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে পিছিয়ে পড়েও জিতেছে। রোববারও দুই গোলে পিছিয়ে পড়ার পর তাই হাল ছাড়েননি আন্তোনিও কন্তের শিষ্যরা। তবে কঠিন পরীক্ষা দিয়ে উতরে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।