ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় তাদের দেশের শীর্ষ সামরিক নেতা জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার ঘটনার ‘মোক্ষম’ জবাব দেয়া হয়েছে।
এক টুইটে জারিফ বলেন, ‘জাতিসংঘ সনদের আর্টিকেল ৫১ অনুযায়ী আমাদের নাগরিক ও সিনিয়র কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের কাপুরুষোচিত হামলার ঘটনায় ইরান আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে।’
ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) বুধবার ইরাকের কুর্দিস্তানে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাকে অবস্থিত দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
আইআরজিসি এ হামলার দায় স্বীকার করে বলেছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তা জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যার জবাব হিসেবে এ হামলা করা হয়েছে।
টুইটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, ‘যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা আমরা চাই না। কিন্তু, আমাদের বিরুদ্ধে যেকোন আগ্রাসন এলে আমরা অবশ্যই নিজেদের রক্ষা করবো।’