সারাদেশ ডেস্ক, এইউজেডনিউজ২৪: ঘন কুয়াশায় কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ফের শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান জানান, ‘কুয়াশার কারণে ওই নৌরুটে চলাচলে সমস্যা হওয়ায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ায় বুধবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল আবার চালু করা হয়।
তিনি বলেন, এসময় মাঝ নদীতে আটকে পড়ে পাঁচটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ তিন শতাধিক যানবাহন আটকে পড়ায় জনদুর্ভোগে পড়েন ওই রুটের যাত্রীরা।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যাত্রী ও ৭৫টি ছোট-বড় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ৫টি ছোট-বড় ফেরি।
পাটুরিয়াঘাটের বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশার কারনে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।রাত বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেতে থাকে। রাত ১২টার পর থেকে কুয়াশায় ফেরি চলাচল চরম ব্যাহত হয়। মধ্যরাত ২টার দিকে কুয়াশায় মাত্রা তীব্র আকার ধারণ করলে বিকন বাতি ও নদীর চ্যানেলের কিছুই দেখা যাচ্ছিল না। এতে এ নৌরুটের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এ সময় ছোট-বড় ৭৫টি যানবাহন ও কনকনে শীতে শত শত যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙ্গর করে রয়েছে ছোট-বড় ৫টি ফেরি। উভয় ঘাট এলাকায় পরের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক ছোট-বড় যানবাহন। সময় বাড়ার সাথে সাথে তা আরো বৃদ্ধি পাচ্ছে।