হেল্থ ডেস্ক: করোনা প্রতিরোধী টিকা কোভিশিল্ডের উৎপাদন গত বছরের ডিসেম্বরেই বন্ধ করে দিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এ ছাড়া ১০ কোটি ডোজ কোভিশিল্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেলে দেওয়া হয়েছে।
চাহিদা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনেওয়ালা।
গতকাল বৃহস্পতিবার ভারতের পুনেতে তিন দিনব্যাপী ডেভেলপিং কান্ট্রিজ ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স নেটওয়ার্কের (ডিসিভিএমএন) বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য তুলে ধরেন পুনেওয়ালা।
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
পুনেওয়ালা বলেন, ‘গত বছরের ডিসেম্বর থেকে আমরা কোভিশিল্ডের উৎপাদন বন্ধ করে দিয়েছি। করোনা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ না থাকায় বুস্টার ডোজের প্রতিও আগ্রহ নেই। সত্যি বলতে, সবার সঙ্গে সঙ্গে আমি নিজেও বিরক্ত।’
তিনি আরও বলেন, ‘এখন কোভোভ্যাক্সকে দুই সপ্তাহের মধ্যে অনুমতি দেওয়া উচিত। সামনের দিকে প্রতিবছর মানুষ যখন ফ্লু-এর টিকা নেবে, তখন তারা এর সঙ্গে করোনার টিকা নিতে পারে। কিন্তু ভারতে মানুষ প্রতিবছর ফ্লু-এর টিকা নেয় না।’