স্পোর্টস ডেস্ক: আঙ্গুলের ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। এমনকি ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।
গত মঙ্গলবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ রানে জয় পাওয়া ম্যাচে হাতের আঙ্গুলের ইনজুড়িতে পড়েন প্রিটোরিয়াস। এ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ হারে প্রোটিয়ারা।
প্রিটোরিয়াসের জায়গায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে মার্কো জানসেনকে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে বিশ্বকাপে প্রিটোরিয়াসের স্থলাভিষিক্ত কে হবেন তা শীঘ্রই জানাবে বলে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেট দক্ষিণ সাউথ আফ্রিকার (সিএসএ) মেডিক্যাল চিফ অফিসার ডা. শুয়াইব মাঞ্জরা বলেন, আঙ্গুলের ইনজুরির কারণে চিকিৎসার প্রয়োজন প্রিটোরিয়াসের। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে হাতের চিকিৎসকের শরণাপন্ন হবে তিনি।
তিনি আরও বলেন, দ্রুত খেলায় ফেরা নিশ্চিত করতে প্রিটোরিয়াসের জন্য স্বাভাবিক পুনর্বাসন পদ্ধতি অনুসরণ করা হবে।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্রিটোরিয়াস। এর আগে গত মাসে আঙ্গুলের ইনজুরিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন ভঙ্গ হয় মিডল অর্ডার ব্যাটার রাসি ভন ডার ডুসেনের।
প্রিটোরিয়াস প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত ৩ টেস্ট, ২৭ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ৭, ৩৫ ও ৩৫ উইকেট তুলে নিয়েছেন। ব্যাট হাতে যথাক্রমে ৮৭, ১৯২ ও ২৬১ রান সংগ্রহ করেছেন।