ইকোনোমিক ডেস্ক: বিশ্ববাজারে বুধবার (৫ অক্টোবর) তেলের দাম আরও বেড়েছে। আগের দিন মঙ্গলবার (৪ অক্টোবর) জ্বালানি পণ্যটির মূল্য ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এদিন তাতে বাড়তি মাত্রা যোগ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, শিগগির বৈঠকে বসবেন পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো এবং তাদের মিত্রদের জোটের (ওপেক প্লাস) নীতি-নির্ধারকরা। সেখানে তেলের উত্তোলন কমানোর বিষয়ে আলোচনা করবেন তারা।
বিশ্লেষক ও জ্বালানি নির্বাহীরা বলছেন, ওপেক প্লাস উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ সংকট সৃষ্টি হবে। এতে পণ্যটির দর আরও ঊর্ধ্বমুখী হবে।
ইতোমধ্যে সেই পদক্ষেপ গ্রহণের আগেই তেলের দাম বাড়তে শুরু করেছে। কার্যদিবসের শুরুতেই আন্তর্জাতিক বাজার আদর্শ অপরিশোধিত ব্রেন্টের মূল্য ১১ সেন্ট বেড়েছে। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯১ ডলার ৯১ সেন্টে। আগের সেশনে যা বৃদ্ধি পায় ২ ডলার ৯৪ সেন্ট।
অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ভবিষ্যত সরবরাহ মূল্য ৫ সেন্ট বেড়েছে। ব্যারেলপ্রতি তা বিক্রি হচ্ছে ৮৬ ডলার ৫৭ সেন্টে। গত কার্যদিবসে যা বাড়ে ২ ডলার ৮৯ সেন্ট।
দিনের শেষদিকে ভিয়েনায় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক প্লাসের শীর্ষ নেতারা। সেখানে দৈনিক ২০ লাখ ব্যারেল কম উত্তোলন নিয়ে আলোচনা হতে পারে।
বিশ্বব্যাপী করোনা মহামারি প্রাদুর্ভাবের সময় ২০২০ সালের শুরুতে সবশেষ এত কম তেল উত্তোলনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর আর এ নজির দেখা যায়নি।