গত এশিয়া কাপে দুর্দান্ত আম্পায়ারিংয়ে সবার নজর কেড়েছিলেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার দায়িত্ব পাওয়া নিয়ে আশাবাদী ছিল সমর্থকরা। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি হতাশ করেছেন আশাবাদীদের। অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকায় নেই কোনো বাংলাদেশি। এদিকে টাইগারদের ম্যাচ পরিচালনায় অনফিল্ডে ভারতের আম্পায়ারকে রাখা হলেও, রাখা হয়নি পাকিস্তান বা শ্রীলঙ্কার কাউকে।
আইসিসি মঙ্গলবার (০৪ অক্টোবর) এক বিবৃতিতে বিশ্বকাপের জন্য ২০ জন ম্যাচ অফিশিয়ালের নাম প্রকাশ করেছে। প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের জন্য ঘোষিত এ তালিকায় আম্পায়ার আছেন মোট ১৬ জন আর ম্যাচ রেফারি ৪ জন। নকআউট পর্বের আম্পায়ারদের তালিকা পরে ঘোষণা করবে আইসিসি। তার আগে প্রতি ম্যাচে আম্পায়ার ও রেফারির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান এবারের বিশ্বকাপে সুযোগ পেতে পারেন এমন সম্ভাবনা থাকলেও, শেষ পর্যন্ত সুখবর পেলেন না তিনি। এবারের ম্যাচ অফিশিয়াল ঘোষণায় কোনো চমকই রাখেনি আইসিসি । গত বছর সংযুক্ত আরব আমিরাতে হওয়া বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে যারা দায়িত্ব পালন করেছেন, সেই ১৬ জনের ওপর এবারও আস্থা রেখেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
যে তালিকায় আছেন অ্যাদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমারা ধর্মসেনা, ল্যাংটন রুসেরে, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো ও রড টাকার। ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড ও ডেভিড বুন।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে সরাসরি সুপার টুয়েলভে। চলুন একনজরে দেখে নেয়া যাক সাকিবদের ম্যাচ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন কারা?
বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র রানার্সআপের বিপক্ষে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে নেদারল্যান্ডস বা শ্রীলঙ্কা। এ ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন। অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গ্যাফানি ও ভারতের নিতিন মেনন। টিভি আম্পায়ার হিসেবে ইংল্যান্ডের মাইকেল গফ আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আহসান রাজা।
বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ ম্যাচে ইংল্যান্ডের ক্রিস্টোফার ব্রড থাকবেন ম্যাচ রেফারির দায়িত্বে। অনফিল্ডে থাকবেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে ও অস্ট্রেলিয়ার রড টাকার। টিভি আম্পায়ার আহসান রাজা আর চতুর্থ আম্পায়ার মাইকেল গফ।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩০ অক্টোবর প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়নের বিপক্ষে। সম্ভাব্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচেও রেফারি হিসেবে থাকবেন ক্রিস্টোফার ব্রড। অনফিল্ডে থাকবেন নিতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারাইস ইরাসমাস। টিভি আম্পায়ার গ্যাফানি আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।
ভারতের বিপক্ষে ২ নভেম্বরের ম্যাচে সাকিবদের ম্যাচ পরিচালনা করবেন ডেভিড বুন। অনফিল্ডে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন ও দক্ষিণ আফ্রিকার ইরাসমাস। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ আর চতুর্থ আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকার অ্যাদ্রিয়ান হোল্ডস্টক।
সুপার টুয়েলভে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ পাকিস্তান। ৬ নভেম্বরের ওই ম্যাচে রেফারি থাকবেন ক্রিস ব্রড। অনফিল্ডে আসরে প্রথমবার বাংলাদেশের ম্যাচে দেখা যাবে ক্যারিবিয়ান আম্পায়ার জোয়েল উইলসন। তার সহযোগী হিসেবে থাকবেন অ্যাদ্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের দায়িত্বে ল্যাংটন রুসে ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ।