ন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: ২০১৯ সালে সারা দেশে চার হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২২৭ জন নিহত এবং ছয় হাজার ৯৫৩ জন মানুষ আহত হয়েছেন।। যা ২০১৮ সালের তুলনায় ৭৮৮ জন বেশি। বেড়েছে সড়ক দুর্ঘটনার সংখ্যাও। বছর জুড়ে রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত হয় ১৯৮ জন। এছাড়া রেলপথে ১৬২টি দুর্ঘটনায় ১৯৮ জন এবং ৩০টি নৌ দুর্ঘটনায় ৬৪ জন প্রাণ হারায়। জাতীয় প্রেসকাবে সংবাদ সম্মেলনে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গঠিত সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর এক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। ১১টি জাতীয় দৈনিক ও টেলিভিশনের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জাতীয় প্রেস ক্লাবে ২০১৯ সালের সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, ২০১৯ সালে মোট ৫ হাজার ২২৭ জন রাস্তায় প্রাণ হারিয়েছেন। আগের বছরের তুলনায় এ বছর সড়ক দুর্ঘটনায় ৭৮৮ জন বেশি নিহত হয়েছেন। বছরজুড়ে দেশে মোট দুর্ঘটনার সংখ্যা ছিল চার হাজার ৭০২টি।
সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে বলতে গিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এ আইনটি নিয়ে একটি কুচক্রী মহল জনসাধারণ ও চালকদের মাঝে ভীতির সঞ্চার করছে . . . আমি মনে করি এ আইনটি অনেক চালক-বান্ধব।’
ছয়টি জাতীয় দৈনিক, অনলাইন পোর্টাল, টেলিভিশন চ্যানেল এবং ‘নিরপদ সড়ক চাই’ এর শাখাগুলোর সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি সংকলন করা হয়েছে। সূত্র : এটিএন বাংলা ও ইউএনবি