উয়েফা নেশনস লিগের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক পর্তুগাল ও স্পেন। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে ড্র করতে পারলেও উয়েফা নেশনস লিগের শেষ চারে উঠে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
দুই দলের অতীত পরিসংখ্যান হিসেবে করলে ফেভারিটের তকমা পাবে স্পেন।
কারণ, দুই দলের ৩৯ দেখায় ১৭টিতেই জয় স্প্যানিশদের। আর পর্তুগাল জিতেছে মাত্র ৬ ম্যাচ। এই ম্যাচে স্পেন একাদশে আসবে পরিবর্তন। একাদশে ফিরতে পারেন ড্যানি কারভাহাল। বিশ্রাম দেয়া হতে পারে গাভি ও পেদ্রির যেকোনো একজনকে।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পর্তুগাল। ৫ ম্যাচ শেষে পর্তুগালের পয়েন্ট ১০, আর স্পেনের ৮। আজ কোনোরকমে ড্র করতে পারলেই শেষ চারে জায়গা করে নেবে পর্তুগিজরা। অন্যদিকে শেষ চারে যেতে হলে জিততেই হবে স্পেনকে।