বিজনেস ডেস্ক: এবার পুঁজিবাজারে সহায়তায় মার্কেট মেকার নিবন্ধন সনদ চেয়েছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
ইতোমধ্যে প্রস্তাবটি যাচাই-বাছাই করেছে ডিএসই কর্তৃপক্ষ। পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে মোনার্ক হোল্ডিংসকে সনদ দেয়ার সুপারিশ করেছে তারা।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এসব জানান।
তিনি বলেন, মোনার্ক হোল্ডিংসের মার্কেট মেকারের প্রস্তাবটি আমাদের কাছে পাঠিয়েছে ডিএসই। সেটি প্রক্রিয়াধীন আছে। মোনার্ক হোল্ডিংস সব শর্ত পূরণ করতে পারলে সনদ দেয়া হবে।
এর আগে ব্রোকারেজ হাউজের লাইসেন্স পায় মোনার্ক হোল্ডিংস। বর্তমানে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত এটি।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাকিব আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ারবাজারে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান।
চলতি বছরের ৮ মে ডিএসইর কাছে মার্কেট মেকারে নিবন্ধনের জন্য আবেদন করে মোনার্ক হোল্ডিংস। পরে সেটি যাচাই-বাছাই করেন ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার। গত ১৪ সেপ্টেম্বর বিএসইসির কাছে চিঠি পাঠান তিনি।