বিজনেস ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন অব্যাহত আছে। শুক্রবারও (২৩ সেপ্টেম্বর) মূল্যবান ধাতুটির দাম ১ শতাংশের বেশি কমেছে। এতে গত ৩০ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে স্বর্ণের মূল্য। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে জানানো হয়, সম্প্রতি ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। সামনে আরও বাড়ানোর আভাস দিয়েছে তারা।
এতে দেশটির মুদ্রা ডলারের দাম বেড়ে গেছে। সেই সঙ্গে মার্কিন বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের প্রতি আকর্ষণ কমেছে বিনিয়োগকারীদের। মুনাফার আশায় প্রধান আন্তর্জাতিক মুদ্রার পেছনে ছুটছেন তারা।
এদিন স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১৬৪২ ডলার ৭৯ সেন্টে। ২০২০ সালের এপ্রিলের পর যা সবচেয়ে কম।
সবমিলিয়ে টানা ২ সপ্তাহ নিম্নমুখী রয়েছে স্বর্ণের মূল্য। এসময়ে দামি ধাতুটির দর পড়েছে ১ দশমিক ৮ শতাংশ।
একই সময়ে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬৭২ ডলার ১০ সেন্টে।
স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশল প্রধান ওলে হ্যানসেন বলেন, আন্তর্জাতিক মুদ্রাবাজারে আবারও ডলারের দর ঊর্ধ্বমুখী হয়েছে। ইউএস ইল্ড বেড়েছে। তাতে স্বর্ণের দাম কমছে।
ডলার সূচক শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২ দশকের মধ্যে যা সর্বোচ্চ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইউরো, ব্রিটেনের স্টার্লিং এবং জাপানের ইয়েনসহ প্রধান ৬ আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে ডলারের তুলনা করে এ সূচক। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণের আবেদন কমেছে।